-
আওয়ামী লীগ নেতাদের ভারত সফরের সঙ্গে আগামী সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতাদের ভারত সফরের সঙ্গে আগামী সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সতর্ক করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশের পাশাপাশি খুলনা-৩ আসনেও বইছে ভোটের হাওয়া; চলছে আগাম প্রচারণা।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াতের আলাদা প্রার্থী; বেকায়দায় বিএনপি।
খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থন দিয়েছে ১৪ দল।
কারাগারে খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়েছে, চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তিনি; রিজভী।
আগামী সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানো হবে; ওবায়দুল কাদের।
নির্বাচনী আমেজের ছোয়া খুলনা-২ আসনে ভোটারদের মাঝে।
অভ্যন্তরীন দ্বন্দ্ব আর আঞ্চলিক ভোট ভাগাভাগির কারণেই সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের পরাজয় হয়েছে।
বিতর্কিত কর্মকান্ডের জন্য অব্যাহতি পেলেন চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।