Headline
UPDATE

সড়ক দুর্ঘটনায় নিহত ১২

3 weeks ago সারাদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত ১২ সড়ক দুর্ঘটনায় নিহত ১২
দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু; আহত ২৮ জন।

 

মাদারিপুর, ভোলা, ফেনী, ময়মনসিংহ ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারান।

 

শুক্রবার সকালে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

 

এদিকে, নাটোরের গুরুদাসপুরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে উপজেলার কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

 

এর আগে, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছনুয়ায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়। এসময় আহত হয় একজন। 

 

ভোলার বোরহানউদ্দিনের মনিরামবাজার এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় এক শিশু মারা যায়। অন্যদিকে, মাদারীপুরে সপ্তম চীন মৈত্রী সেতু টোল প্লাজায় পিকঅাপ ও ভ্যানের সংঘর্ষে দুইজন প্রাণ হারান। এসময় আহত হন আরও দুইজন।

সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০