Headline
UPDATE

আলু চাষে লাভবান কৃষক

1 month ago কৃষি
আলু চাষে লাভবান কৃষক আলু চাষে লাভবান কৃষক
আগাম আলু চাষ করে লাভবান জয়পুরহাটের চাষীরা।

 

উৎকৃষ্ট মানের দেশীয় বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের আলু উৎপাদনে দেশজুড়ে খ্যাতি জয়পুরহাটের চাষীদের। গেলো ২-৩ বছর আলুর দর কমে যাওয়ায় তারা দেখেছেন লোকসানের মুখ। পুষিয়ে নিতে তাই এবার আগাম আলু তুলতে শুরু করেছেন তারা। বাজারে পাওয়া দরে স্বস্তিও মিলছে তাদের।

 

গেলো বছর আলু আবাদ করে লোকসানের ঘানি টানতে হয়েছে আলু চাষীদের। তারপরও এবার অনেকটা ঝুঁকি নিয়ে আবারো আলু চাষ করেন তারা। তাই জয়পুরহাটের দিগন্ত জুড়ে এখন আলু ক্ষেতের সবুজ সমারোহ। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে ভালো। এরই মধ্যে আগাম জাতের আলু ঘরে তোলার কাজ শুরু করেছেন অনেকেই।

 

গত বছর এ সময়ে যেখানে জাত ভেদে মণ প্রতি আলু ২শ থেকে আড়াইশ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এ বছর তা বিক্রি হচ্ছে প্রায় দিগুন বেশী দরে। আগাম জাতের আলুর মোটামুটি দাম পেয়ে খুশি কৃষকরা।

 

এদিকে ভালো দাম পাওয়ার আশায় সরাসরি কৃষকের জমি থেকে আলু কিনছেন ব্যবসায়ীরা। এসব আলু ব্যবসায়ীরা সরবরাহ করছেন- ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

 

স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি বছর প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, এর মধ্যে নতুন জাতের আলু তোলার কাজ শুরু হয়েছে। 

 

 

আলুর বর্তমান বাজার মূল্য স্থিতিশীল রাখতে বিকল্প খাদ্য হিসাবে আলুর ব্যবহার বাড়ার পাশাপাশি আলু রপ্তানির উপর জোর দাবি জানান জেলার কৃষকরা।

কৃষি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০