Headline
UPDATE

রোহিঙ্গা প্রত্যাবাসন হতে পারে দু'সপ্তাহে

3 weeks ago আন্তর্জাতিক
রোহিঙ্গা প্রত্যাবাসন হতে পারে দু'সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসন হতে পারে দু'সপ্তাহে
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করতে দুই সপ্তাহ সময় লাগবে বললেন, দেশটির সমাজকল্যান মন্ত্রী।

 

শুক্রবার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মিয়ানমার টাইমস।

 

বাংলাদেশ সরকার এরইমধ্যে প্রত্যাবাসন নিশ্চিতে আট হাজার ২৩ জন রোহিঙ্গার তালিকা তুলে দিয়েছে মিয়ানমারের হাতে। মন্ত্রী মিয়াত জানিয়েছেন, এ তালিকার যাচাই বাছাই করেই শুরু হবে প্রত্যাবর্তন। যার জন্য আরও কিছু সময় প্রয়োজন। এছাড়াও স্থল ও নৌপথে প্রতিদিন গড়ে ৩শ রোহিঙ্গাকে ফেরত নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

এর আগে, গত ঢাকা-নেপিদো প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়া শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ২৩শে জানুয়ারি। তবে চুক্তি অনুযায়ী সার্বিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কথা বলে প্রত্যাবাসন স্থগিতের ঘোষণা আসে ২২শে জানুয়ারি।

আন্তর্জাতিক | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০