Headline
UPDATE

বিশ্ব মাত করা বিশ্বকাপের গান

1 month ago খেলা
বিশ্ব মাত করা বিশ্বকাপের গান বিশ্ব মাত করা বিশ্বকাপের গান
বিশ্বকাপের উন্মাদনার মাত্রা বাড়িয়ে দেয় থিম সং।

 

সময় নেই হাতে চার মাসও। তারপরই দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন আসরের উন্মাদনা প্রতিবারই কয়েকগুন বাড়িয়ে দেয় এর মারদাঙ্গা সব থিম সং। শুধু থিম সং নয় বিশ্বকাপ ঘিরে অন্য শিল্পিদের  গাওয়া কিছু কিছু গানও ব্রেক করেছে নানান রেকর্ড।

 

শুরুর দিকে থিম সং নিয়ে ফিফার তেমন কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু খেলার আবেগ সবার মাঝে ছড়িয়ে দিতে ১৯৯৮ থেকে থিম সং নিয়ে একেবারে বিপ্লবেরই সুচনা হয়।  সেবার গতানুগতিক ধারা ভেঙ্গে বেছে নেয়া হয় রিকি মার্টিনকে। 'কোপা দে লা ভিদা' প্রকাশের সঙ্গে সঙ্গেই মার্কিন মিউজিক চার্টের শীর্ষে।

 

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঝড় তুলেছিলেন শাকিরা। মিউজিক ভিডিওতে সুরের মুর্ছনার সঙ্গে ছন্দময় নাচ। লাতিন আমেরিকার শিল্পী শুধু আফ্রিকানদের নয় জয় করে নিয়েছিলেন পুরো বিশ্বের হৃদয়।

 

জিয়ানা নানিননি আর এদুয়ার্দো বেনেতোর গাওয়া ৯০ এর আনস্টেট ইতালিয়ানা। কথা ও সুরে এতটাই উদ্দীপক যে অনেকেই মনে করেন, বিশ্বকাপের থিম সংগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।

 

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল গান গেয়েছেন পিটবুল, জেনিফার লোপেজ আর ক্লাউজা লেইত।

 

এই গান ছাপিয়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরার লা লা লা। কলম্বিয়ান সেনসেশানের মিউজিক ভিডিওতে মেসি, নেইমার, সুয়ারেজ, ফ্যালকাওরাও হাজির হয়েছিলেন ঝলক দেখাতে।

 

রাশিয়া বিশ্বকাপের ক্ষণ গণনার সঙ্গে থিম সংয়ের এবারের কিস্তির জন্য মরিয়া হয়ে আছে কোটি হৃদয়। এবার থিম সং বা অন্য কোন গানে কতটা বুদ হয় দুনিয়া, তা সময়ই বলবে।

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০