Headline
UPDATE

অরক্ষিত হাওড়ের ফসল

1 month ago কৃষি স্পেশাল সারাদেশ
অরক্ষিত হাওড়ের ফসল অরক্ষিত হাওড়ের ফসল
এখনো অরক্ষিত সুনামগঞ্জের কয়েকটি হাওড়ের বোরো ফসলি জমি।

 

গেলো বছরের ক্ষতি কাটিয়ে উঠতে এ বছর কৃষকরা জমিতে নতুন করে চাষ করলেও বাঁধ তৈরি না হওয়াতে এবছরও আগাম বন্যার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত কৃষকরা।

 

ধর্মপাশা উপজেলার শালদিঘার হাওড়ে এবছর আনুমানিক এক হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন কৃষকরা। শালদিঘার মতো একই উপজেলার মরিচাগুরি, কালিয়ানিসহ বেশ কয়েকটি হাওড়ে কয়েক হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

 

কিন্তু ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে এসব হাওড়কে রাখা হয়নি। তাই ঝুঁকির মুখে আছে এসব এলাকার ফসল।

 

এ বিষয়ে, পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, কৃষকদের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সবগুলো হাওড়ে বাঁধ তৈরির দাবি জানান।

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাশ জানিয়েছেন, শালদিঘাসহ অরক্ষিত অবস্থায় থাকা হাওড়গুলোকেও বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এ বছর পানি উন্নয়ন বোর্ডের নতুন নীতিমালায় সুনামগঞ্জ জেলার ৩৮টি হাওড়ে ফসল রক্ষা বাঁধ তৈরি ও ১৪টি উপ-প্রকল্পে পিআইসি কমিটির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। গেলো বছরের ১৫ই ডিসেম্বর কাজ শুরুর কথা থাকলেও ৯৩৮টি পিআইসি কমিটির মধ্যে ৮৫৫টির কাজ শুরু হয়েছে চলতি ফেব্রুয়ারিতে।

কৃষি | স্পেশাল | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০