Headline
UPDATE

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

3 months ago খেলা
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
ওয়ানডে ও টেস্ট সিরিজে হতাশাজনক পারফরমেন্স থেকে বেরিয়ে এসে টি টোয়েন্টিতে ভালো করতে চায় বাংলাদেশ।

 

নিজেদের কাজটা ঠিকমত করতে পারলেই মিলবে ফল, এমনটাই মনে করেন ওপেনার তামিম ইকবাল। গণমাধ্যম নিয়ে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মন্তব্যেরও ব্যাখ্যা দেন টাইগার ওপেনার।

 

ওয়ানডেতে দেশের হয়ে লঙ্কানদের বিপক্ষে ২০ ম্যাচে ৬৪৩ রান করে অন্যদের চেয়ে এগিয়ে থাকলেও এই দলটির বিপক্ষে টি টোয়েন্টিতে তামিম ইবালের অর্জন মাত্র ৩৫ রান। সময় বদলেছে, সমৃদ্ধ হয়েছে দেশের ক্রিকেট, তবে লঙ্কানদের এই সফরে টাইগারদের ব্যট-বল কথা বলেনি প্রত্যাশামত, ভয় সেখানেই।

 

বড্ড অসময় এখন টাইগারদের উঠানে, টিম পারফর্মেন্স হতাশা জনক, টেকনিক্যাল ডিরেক্টরের মিডিয়া নিয়ে বেফাস মন্তব্য, জানা নেই কে ধরবেন টি-টোয়েন্টি দলের হাল। এসব নিয়েই মিডিয়ার সামনে হাজির তামিম ইকবাল।

 

টি-টোয়েন্টিতে মাত্র ৬৯ ম্যাচ খেলা বাংলাদেশ লঙ্কানদের সাথে ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটি, তামিম বললেন এই ফরম্যাটের ম্যাচ খরা থেকে বেড় হয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ।

 

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি, ঘুড়ে দাঁড়ানোর প্রশ্নে বেশ কয়েকটি প্রশ্ন বোধক দাঁড়িয়ে আছে টাইগারদের সামনে, তাই বাড়তি চ্যালেঞ্জ নিতেই হচ্ছে তামিম, রিয়াদদের।

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০