Headline
UPDATE

জয়পুরহাটে নির্বাচনী হাওয়া

3 months ago রাজনীতি সারাদেশ
জয়পুরহাটে নির্বাচনী হাওয়া জয়পুরহাটে নির্বাচনী হাওয়া
জয়পুরহাট সদর ও পাচঁবিবি উপজেলা নিয়ে জয়পুরহাট এক আর জাতীয় সংসদের ৩৪ তম সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইছে।

 

এ আসনে নবম সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির অবস্থান ভালো ছিল। তবে বিগত নির্বাচনের পর থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় এসেছে আওয়ামী লীগ। আর জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে একজনেরই।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন বেশ কয়েকজন। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান এমপি শামছুল আলম দুদু।  

 

এছাড়াও নৌকা প্রতীক প্রত্যাশীদের তালিকায় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাচঁবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের নাম রয়েছে।

 

এবার ধানের শিষের মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির অনেক নেতাই। তবে জাতীয় পার্টিতে একক প্রার্থী হিসেবে আ স ম গোলাম মোক্তাদির তিতাসের নামই শোনা যাচ্ছে। 

রাজনীতি | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০