Headline
UPDATE

হুমকির মুখে কৃষি ও জীববৈচিত্র্য

2 months ago অর্থনীতি কৃষি স্পেশাল সারাদেশ
হুমকির মুখে কৃষি ও জীববৈচিত্র্য হুমকির মুখে কৃষি ও জীববৈচিত্র্য
জলবায়ু পরিবর্তন আর ফারাক্কার বিরূপ প্রভাবে হুমকিতে পড়েছে চলনবিলের কৃষি ও জীববৈচিত্র্য।

 

চলনবিলের বুকে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ দেখে চোখ জুড়ালেও, প্রশান্তি নেই কৃষকের মনে। একসময় যে বিলের পানিতেই সারাবছর চলেছে সেচের কাজ, সেখানেই শুষ্ক মৌসুমে এখন পানির জন্য হাহাকার। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতায় পানির স্তর নিচে নেমে গেছে। এতে চাষাবাদে খরচ বাড়ার পাশাপাশি, বিরূপ প্রভাব পড়েছে পরিবেশেও।

 

অপরিকল্পিত উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও চাষাবাদে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বিলুপ্ত হয়েছে চলনবিলের ৭২ প্রজাতির মাছ, ৭১ প্রজাতির পাখি, ২৮ প্রজাতির প্রাণি, ১৭ প্রজাতির সরীসৃপ আর নানা ধরনের জলজ সম্পদ। হারানোর তালিকায় রয়েছে ৪১ জাতের আউশ ধান ও ১০ জাতের আমন ধান।

 

পরিবেশের উপর অযাচিত হস্তক্ষেপ বন্ধ না হলে এ অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পরিবেশগত সমীক্ষা ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানোর দাবি স্থানীয়দের।

 

১৯০৯ সালে জরিপে, চলনবিলের বিস্তৃতি ছিল এক হাজার আটাশি বর্গ কিলোমিটার, তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৬৮ বর্গ কিলোমিটারে।

অর্থনীতি | কৃষি | স্পেশাল | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০