Headline
UPDATE

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

2 months ago খেলা
ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

 

আগামী ১৫ই জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আজ ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

 

প্রধান কোচ হিথ স্ট্রিক সবার আগে সকালে ঢাকায় এসে পৌঁছান। এরপর, বিকেলে হ্যামিল্টন মাসাকাদজা সহ গ্রায়েম ক্রেমারদের ১২ জনের একটি দল এসে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

 

বিকেল ৫টার একটু পরেই ঢাকায় নেমেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দলের সদস্য সংখ্যা ১২জন। বাকিরা এসেছে দুই ধাপে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সারতেই কেটে গেলো প্রায় ৩ ঘন্টা। এক এক করে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন ক্রেমার, মাসাকাদজা, সিকান্দার রাজাসহ অন্য ক্রিকেটাররা।

 

গণমাধ্যমে সঙ্গে কথা বলা নিষেধ, তাই সব ক্রিকেটারই ছিলেন চুপচাপ। শনিবার দুপুর ৩টায় অফিশিয়াল সংবাদ সম্মেলন করেই অনুশীলন করবে হিথ স্ট্রিকের দল।

 

কথায় কথায় টিম ম্যানেজার বান্দা জানিয়েছেন প্রায় ১০ ঘন্টার জার্নিতে ক্লান্ত ক্রিকেটাররা। ওদের চোখেমুখেও ছিলো ভ্রমণ ক্লান্তির ছাপ। তাই বিমানবন্দর থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দল সোজা চলে যায় হোটেল সোনারগাঁও এ।

 

শনিবার সকালে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০