Headline
UPDATE

আবাসন ও যাতায়াতে আয়ের ৪৫ শতাংশ ব্যয়

2 months ago জাতীয়
আবাসন ও যাতায়াতে আয়ের ৪৫ শতাংশ ব্যয় আবাসন ও যাতায়াতে আয়ের ৪৫ শতাংশ ব্যয়
৪৪ শতাংশ রাজধানীবাসীকে তাদের আয়ের ৪৫ শতাংশ খরচ করতে হচ্ছে আবাসন এবং যাতায়াতের পেছনে। 

 

ব্র্যাক ইন্সটিটিউট অব গর্ভন্যান্স এন্ড ডেভেলপম্যান্ট-বি.আই.জি.ডি গবেষণায় এমন তথ্য ওঠে এসেছে। সকালে ব্র্যাক সেন্টার ইনে, ঢাকা মহানগরীর আবাসন পরিস্থিতি নিয়ে বার্ষিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

প্রতিবেদনে, ঢাকায় বাসস্থানের চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান ও উচ্চমূল্য, ভাড়াটেদের নিরাপত্তাহীনতা, ইমারত নির্মাণ বিধি লঙ্ঘনসহ আবাসন খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। 

 

সুপারিশে গবেষকরা বলেন, এই পরিস্থিতির উন্নয়নের জন্য রাজউক'কে মূল দায়িত্ব নিতে হবে। মধ্যবিত্তদের আবাসনের জন্য বড় আকারে প্রকল্প পরিকল্পনা করতে হবে। পাশাপাশি বেসরকারি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য দীর্ঘ মেয়াদে কম সুদে ব্যাংক ঋনের ব্যবস্থা করতে হবে। 

 

এছাড়া, ঢাকার আশেপাশের জেলাগুলোর সাথে যাতায়াত ব্যবস্থা দ্রুততর হলে ঢাকায় মানুষের বসবাসের চাপ কমবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতীয় | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০