Headline
UPDATE

জেরুজালেম নিয়ে ঐতিহাসিক বিরোধ

3 months ago আন্তর্জাতিক
জেরুজালেম নিয়ে ঐতিহাসিক বিরোধ জেরুজালেম নিয়ে ঐতিহাসিক বিরোধ
ইতিহাসের সবচেয়ে বিরোধপূর্ণ শহর জেরুজালেম।

 

মুসলিম, ইহুদি, খ্রিস্টান এই তিন ধর্মই জেরুজালেমকে নিজেদের পবিত্র স্থান মনে করে। রোমান সাম্রাজ্য ও ক্রুসেড এসব কিছুর সাথেই জড়িয়ে আছে শহরটির নাম। কেন এই শহরটি নিয়ে এতো দ্বন্দ্ব?

 

জেরুজালেম নিয়ে সংঘাত অনেক বছরের। আল আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দ্য হোলি সেপালকার থাকায় ইসলাম, খ্রিস্ট, ইহুদি এই তিন ধর্মের কাছেই জেরুজালেম পবিত্র নগরী।  প্রথম ও দ্বিতীয় উপাসনালয় স্থাপিত হওয়ার কারণে ইহুদিরা মনে করেন, এখানেই তাদের আদি নিবাস।

 

অপরদিকে ইসলাম ধর্ম অনুসারে, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাত করেছিলেন। আবার, খ্রিস্টান ধর্মমতে, যিশুখ্রিস্টের মৃত্যু হয় এই জেরুজালেমেই। তার সমাধিস্থলও এখানে।

 

ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বের প্রধান কারণ দুইপক্ষই জেরুজালেমকে নিয়ন্ত্রণ করতে চায়। ১৯৪৭ সালে ফিলিস্তিনকে টু স্টেট সলিউশন অর্থাৎ ইহুদি ও আরবদের মধ্যে ভাগ করে দেয়ার একটি প্রস্তাব আনা হয় জাতিসংঘে। কিন্তু আগে থেকেই ফিলিস্তিনে মুসলিম ও খ্রিস্টানরা বাস করত, তাই দেশটিই ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে বিভক্ত হয়ে যায়। কিন্তু ফিলিস্তিনিরা সংখ্যায় ছিল বেশি। তাই জেরুজালেম খ্রিস্টান, ইহুদি নাকি মুসলিমদের হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

 

১৯৪৮ সালে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিলে আরবরা যুদ্ধ ঘোষণা করে। এর আগে জেরুজালেমের ৫৫ ভাগ ইহুদিদের ও ৪৫ ভাগ আরবদের মধ্যে ভাগ করে দেয়ার পরিকল্পনা ছিল জাতিসংঘের। কিন্তু ১৯৪৮ সালের যুদ্ধের সময় ইসরায়েল ৭৮ ভাগ এলাকা জয় করে নেয়। বাকি ২২ ভাগের মধ্যে থাকে পশ্চিম তীর ও গাজা, যা জর্ডান ও মিশরের নিয়ন্ত্রণে ছিল।

 

১৯৬৭ সালে মাত্র ৬ দিনের যুদ্ধে ইসরাইল শুধু আরব দেশগুলোকে পরাজিতই করেনি, তারা মিশরের কাছ থেকে গাজা তীর ও সিনাই উপত্যকা দখল করে নেয়। আবার জর্দানের কাছ থেকে নেয় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। সিরিয়ার কাছ থেকে নেয় গোলান উপত্যকা।

 

এদিকে, দখলে নেয়ার পর থেকেই পূর্ব জেরুজালেমকে রাজধানী দাবি করে আসছে ইসরায়েল। কিন্তু এই দখলদারিত্বকে অবৈধ মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়, তাই তারা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না।

 

এরকম দীর্ঘ দ্বন্দ্বের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রই প্রথম রাষ্ট্র হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিল।

 

আন্তর্জাতিক | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০