Headline
UPDATE

চালু হচ্ছে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র

3 months ago অর্থনীতি সারাদেশ
চালু হচ্ছে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র
ডিসেম্বরেই মৌলভীবাজারে চালু হচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র।

 

শ্রীমঙ্গলে এই নিলাম কেন্দ্রের উদ্বোধন হবে ৮ই ডিসেম্বর। এ খবর শুনে বাগান মালিকদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নিলাম কেন্দ্রটি চালু হলে চট্টগ্রামে চা-পাতা পাঠানোর পরিবহণ খরচ কমবে বলে মনে করেন চা ব্যবসায়ীরা।

 

দেশে চা উৎপাদনে সিলেট বিভাগের একক আধিপত্য থাকলেও দেশের একমাত্র চা নিলাম কেন্দ্রটির অবস্থান চট্টগ্রামে। সিলেটে উৎপাদিত চা নিলামের জন্য চট্টগ্রামে নিয়ে যেতে পরিবহণ ব্যয়সহ অন্যান্য খরচের জন্য বেড়ে যায় চায়ের দাম। কমে যায় চায়ের গুণগত মানও। এজন্য দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালুর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

 

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণার পর চা নিলাম কেন্দ্র চালুর শর্ত পূরণ করতে ওয়্যার হাউসসহ প্রয়োজনীয় স্থাপনাও নির্মাণ করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে নিলাম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনপত্রসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রউফ জানিয়েছেন, ইতোমধ্যে নিলাম কেন্দ্র চালুর দাপ্তরিক কাজও সম্পন্ন হয়েছে।

 

দেশের ১৬২টি চা বাগানের মধ্যে বৃহত্তর সিলেটে ১৪১টি চা-বাগান। এরমধ্যে ৯২টি চা বাগান মৌলভীবাজারে। দেশের ৭০ ভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজারেই।

অর্থনীতি | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০