Headline
UPDATE

পারসন অব দ্যা ইয়ার 'হ্যাশট্যাগ মি টু' ব্যবহারকারীরা

3 months ago নারী
পারসন অব দ্যা ইয়ার 'হ্যাশট্যাগ মি টু' ব্যবহারকারীরা পারসন অব দ্যা ইয়ার 'হ্যাশট্যাগ মি টু' ব্যবহারকারীরা
যৌন নির্যাতন বিরোধী আন্দোলনকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া নারীদের 'পারসন অব দ্য ইয়ারে' ভূষিত করেছে টাইম ম্যাগাজিন।

 

যৌন নিপীড়নের বিরুদ্ধে নীরবতা ভেঙে মি টু হ্যাশট্যাগ ব্যবহার করেন সারা বিশ্বজুড়ে নারীরা।

 

মাস দুয়েক আগে হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর টুইটারে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে যৌন নির্যাতকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী নারীরা।

 

অল্প সময়ের মধ্যেই তুমুল সামাজিক আন্দোলনে রূপ নেয় মি টু হ্যাশটাগ। আর এই আন্দোলন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে ও সামাজিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে মনে করে টাইম ম্যাগাজিন।

 

এছাড়া এ বছর পারসন অব দ্যা ইয়ারের তালিকার দ্বিতীয় অবস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

 

ভালো বা খারাপ যাই হোক বছরের ঘটনা প্রবাহে দারুণ প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের 'পারসন অব দ্যা ইয়ার' খেতাব দিয়ে আসছে মার্কিন সাময়িকী টাইম।

নারী | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০