Headline
UPDATE

জনপ্রিয় হচ্ছে বিনা চাষে রসুন আবাদ

3 months ago কৃষি স্পেশাল
জনপ্রিয় হচ্ছে বিনা চাষে রসুন আবাদ জনপ্রিয় হচ্ছে বিনা চাষে রসুন আবাদ
নাটোর ও শরীয়তপুরের কৃষকরা ঝুঁকেছেন বিনা চাষে রসুন ফলানোর কাজে।

 

নাটোরে এবছর গতবারের তুলনায় ৫ হাজার হেক্টর বেশি জমিতে রসুনের চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার রসুনের বাজার দরও অনেক কম। তারপরও রবি শস্যের চাষ বাদ দিয়ে কৃষকরা রসুন উৎপাদনের দিকেই ঝুঁকেছে। উৎপাদন খরচ কম কিন্তু লাভ বেশি তাই আগ্রহী কৃষকরা।

 

ইতিমধ্যে দেশের সবচেয়ে বেশি রসুন উৎপাদনকারী জেলা হিসেবেও খ্যাতি অর্জন করেছে নাটোর। অন্য জেলার কৃষকরাও এ পদ্ধতি অনুসরন করছে।

 

দীর্ঘস্থায়ী বন্যার ফলে পানি নেমে যেতে দেরি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়ে যায় বিভিন্ন রবি শস্য। অপরদিকে কাদা মাটিতেই এই রসুন চাষে কিছুটা অনিশ্চয়তা কাটছে।

  

এদিকে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় বিনা চাষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন আবাদ বেড়েছে। খরচ কম এবং আগাম উত্তলনের ফলে ভালো দামও পাচ্ছেন কৃষকরা।         

 

শরীয়তপুর উপ-সহকারী কৃষি অফিসার তৈয়ব আলী মোল্লা জানায়, বিনা চাষ পদ্ধতি সম্প্রসারণ করা গেলে কৃষকরা আরো বেশি লাভবান হবেন।

  

এ বছর জেলায় ছয় হাজার দুইশ’ ৯০ হেক্টর জমিতে পেঁয়াজ রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

কৃষি | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০