Headline
UPDATE

রোহিঙ্গা সংকটে বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য

3 months ago অর্থনীতি স্পেশাল
রোহিঙ্গা সংকটে বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য রোহিঙ্গা সংকটে বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য
রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে।

 

মিয়ানমার গণমাধ্যমের জন্য অনেক বিজ্ঞাপনই তৈরি করেছে বাংলাদেশী প্রতিষ্ঠান মেডকম মিয়ানমার লিমিটেড। দেশটির টিভি কমার্শিয়াল এবং ইভেন্ট ম্যানেজমেন্টের চাহিদার অনেকখানি পূরণ করেন বাংলাদেশীরা।

 

ব্যবসায়ীদের মতে, প্রতিবেশী দেশটির বাজারের বিশাল সম্ভাবনা থাকলেও কখনোই তাকে কাজে লাগায়নি সরকার। আর তাই মিয়ানমারের বাজার এখন চীন-ভারতের দখলে।

 

সেবা খাতে কোন প্রভাব না পড়লেও, মিয়ানমার থেকে পণ্য আমদানি রফতানি হচ্ছে না একেবারেই। রাখাইন রাজ্যেই মূলত বাংলাদেশী প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করতো। আমদানিও হতো সেখানকার পণ্যই।

 

আগষ্টের শেষ দিকে শুরু হয় রোহিঙ্গা সংকট। ঐ মাসে ৩০ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তবে সেপ্টেম্বরে নেমে আসে অর্ধেকেরও কম। রপ্তানি হয় মাত্র ১৩ লাখ ৮২ হাজার ডলার বলে জানায় মিয়ানমার-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোসলেহ উজ জামান।

 

তবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে চুক্তি হওয়ায়, আবারও পণ্য বাণিজ্য স্বাভাবিক হওয়ার আশা ব্যবসায়ীদের। কিন্তু দেশটির বাজারের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের আহ্বান তাদের।

অর্থনীতি | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০