Headline
UPDATE

'কূটনীতিকদের অবদানের স্বীকৃতি মেলেনি'

3 months ago জাতীয় স্পেশাল
'কূটনীতিকদের অবদানের স্বীকৃতি মেলেনি' 'কূটনীতিকদের অবদানের স্বীকৃতি মেলেনি'
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের আনুষ্ঠানিক কোন স্বীকৃতি পায়নি কুটনীতিকরা।

 

১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা, তেমনি সংস্কৃতিঅংগন ও প্রশাসনসহ সব ক্ষেত্রেই চলে যুদ্ধ। সেসময় বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস এবং মিশনে পাকিস্তান সরকারে কর্মরত বাঙালী কর্মকর্তারাও, তারা যার যার ক্ষেত্র থেকে যুদ্ধ করেছিলেন।

 

সিংহভাগ না হলেও যেসব কূটনীতিক বাংলাদেশের পক্ষে পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে জনমত তৈরি করেছিলেন তারাই মুক্তিযুদ্ধের ন্যায্যতা তুলে ধরেছিলেন বিশ্বের সামনে। তবে তাঁদের এই অবদানের আনুষ্ঠানিক কোন স্বীকৃতি মেলেনি এখন পর্যন্ত।

 

এদের মধ্যে উল্লেখযোগ্য হলো,

 

মুজিবনগর সরকার গঠনের আগেই নয়াদিল্লির পাকিস্তানের হাইকমিশনের দ্বিতীয় সচিব কে এম সাহাবউদ্দীন এবং প্রেস অ্যাটাশে আমজাদুল হক। কাউন্সিলর হুমায়ুন রশীদ চৌধুরী ও অন্যান্য স্টাফ।

 

কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীসহ সকল স্টাফ।

 

লন্ডনে পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় সচিব মহিউদ্দীন আহমেদসহ আরও তিন কূটনীতিক।

 

ওয়াশিংটন ডিসি তে ১৪ জন কূটনীতিক এবং সকল স্টাফ একসাথে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে। এছাড়া টোকিও, সুইজারল্যান্ড, ম্যানিলা, বাগদাদ, আর্জেন্টিনা এবং নেপালের কূটনীতিকরা বাংলাদেশের পক্ষ নিয়ে চাকরি ছাড়েন।

 

দেশ স্বাধীন হোক এই আশাতেই যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে জানার জন্যই কূটনীতিক মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দরকার বলে মনে করেন তারা।

 

বর্তমান সরকার তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলে আশা করেন তারা।

জাতীয় | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০