Headline
UPDATE

কোচের চলে যাওয়া কোন সমস্যা নয়

3 months ago খেলা
কোচের চলে যাওয়া কোন সমস্যা নয় কোচের চলে যাওয়া কোন সমস্যা নয়
কোচ দ্রাগো মামিচের চলে যাওয়া ঢাকা আবাহনীতে কোন প্রভাব ফেলেনি বলে মনে করছে ঐতিহ্যবাহী ক্লাবটির অফিসিয়ালরা।

 

দলের সিনিয়র খেলোয়াড়দের মতে কোচ বদল কোন সমস্যা নয়, শিরোপা অর্জনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তারা।

 

ছুটিতে গিয়ে আর বাংলাদেশে আসেননি ঢাকা আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ। এই ক'দিন আগেও ওয়ালি ফয়সাল, নাসির চৌধুরীদের অনুশীলন করিয়েছেন যে কোচ, সেই মামিচ এখন থাইল্যান্ডের কোন এক ক্লাবের কোচ হয়ে বসতি গড়েছেন।

 

গত মৌসুমেই শিরোপা এনে দেয়া মামিচের চলে যাওয়াটা ক্লাবকে ভাবাচ্ছে কিনা সেটা পরের বিষয়। তবে হেড কোচ চলে যাওয়ার কোন ছাপই পাওয়া গেলোনা বিজেএমসির বিপক্ষের ম্যাচে।

 

গোল কিপার কোচ আতিকের অর্ন্তবর্তীকালীন মুল কোচের ভুমিকায় প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আবহনীর মত দলের হেড কোচের ভুমিকায় ডাগ আউটে প্রথমবার আতিকুর রহমান,শিষ্যদের ৯০ মিনিটের যুদ্ধে মুগ্ধ এই নতুন কোচ।

 

জেষ্ঠ্য এবং তরুণদের এক সুতোয় গেঁথে আবাহনী চাইলে দীর্ঘসময় কাটাতে চান এই ক্লাবে, আতিকের প্রত্যাশা এই লিগ শেষে শেষ হাসি হাসবে তার দলই।

 

কোচ আসে কোচ যায়, ক্লাব থেকে যায় আগের ঠিকানায়, আর ফুটবল ক্লাব টু বঙ্গবন্ধু স্টেডিয়াম। তারপরেও দেশী কোচদের পারফরমেন্স কিন্তু মন্দ নয়।

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০