Headline
UPDATE

বাংলা একাডেমিতে শুরু হলো ঢাকা লিট ফেস্ট

4 months ago সংস্কৃতি
বাংলা একাডেমিতে শুরু হলো ঢাকা লিট ফেস্ট বাংলা একাডেমিতে শুরু হলো ঢাকা লিট ফেস্ট
বিশ্বের ২৪টি দেশের দু'শরও বেশি লেখকের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৭'।

 

বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় বিশ্বের নানা দেশের সাহিত্যিকদের নিয়ে এ উৎসবের।

 

২০১১ সাল থেকে প্রতি বছরই আয়োজিত হয়ে আসছে ঢাকা লিট ফেস্ট। গত সাত বছরে যেমন আয়োজনের পরিসর বেড়েছে, তেমনি বেড়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদগ্ধজনের অংশগ্রহণ।

 

বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন সিরিয়ার কবি আদোনিস। আয়োজন ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 

বাংলার পাশাপাশি ইংরেজী সাহিত্যেও এগিয়ে যাচ্ছেন দেশের লেখকেরা। এমনটাই বললেন লিট ফেস্টে আগত বইপ্রেমীরা। তিনদিনের এ উৎসবে সাহিত্য নিয়ে আলোচনাসহ থাকছে নানা আয়োজন।

 

এছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও এসব দেশের লেখকদের ইংরেজী ভাষায় লেখা সাহিত্যের সম্মানজনক ডিএসসি পুরষ্কারও ঘোষণা করা হবে উৎসবে।

 

সংস্কৃতি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০