Headline
UPDATE

ইতালির 'সুইডেন' কষ্ট

3 months ago খেলা
ইতালির 'সুইডেন' কষ্ট ইতালির 'সুইডেন' কষ্ট
সুইডিশরাই ছিনিয়ে নিলো ইতালির বিশ্বকাপ টিকিট।

 

হ্যামিলনের বাঁশির সুর থেমে গেছে, নিরো ঐ দিকে বাঁশি বাজাচ্ছে, পুড়ছে রোম। স্তাদিও মিলানে ছড়িয়ে ছিটিয়ে সেই ধ্বংসস্তুপের ধুলি কণা।

 

ভেনিসের তরী গুলো আজ নিশ্চয়ই জলে নামবেনা। রোমাঞ্চ ছুঁয়ে যাবেনা ইতালির প্রেমিকদেরও। অথচ উৎসবের জন্য প্রস্তুত ছিলো সবই। রঙ বেরঙে সেজেছিলো গোটা স্টেডিয়াম। জাতীয় সঙ্গীতও গাওয়া হয়েছে গলা উঁচিয়ে। ম্যাচ শেষে সবই সাদা কালো।

 

১৯৫৮ সাল, টেলিভিশনের সাদা কালো যুগে বিশ্বকাপ। সুইডেনের টিকিট সেবার মেলেনি ইতালির। এবার পাওয়া হলোনা রাশিয়ার টিকিট। দিন শেষে সেই সুইডিশরাই ছিনিয়ে নিলো অধরা জায়গাটি।

 

৭৪ পার্সেন্ট বল দখলে রাখা, অন টার্গেটে শট বেশি নেয়া, ম্যাচ জিততে যা করা দরকার সবই করেছে ইতালি, শুধু গোলটাই দেয়া হয়নি।

 

হতাশা, কান্না কোনো কিছুই কি পারবে ইতালির দুঃখ ঘোচাতে। অন্তত সুইডেন নামটা বার বার পিঁড়া দেবে বুফনদের কাঁটা ঘায়ে। 

 

সুইডেন, এই নামটার সঙ্গেই যেন যত দুর্ভাগ্য জড়িত ইতালির সঙ্গে। ১৯৫৮ সালে বিশ্বকাপ খেলা হয়নি আজ্জুরিদের, সেবার স্বাগতিক দেশ ছিলো সুইডিশরা। এবার সুইডেন বাঁধাই পেরোতে পারলোনা ইতালি।   

 

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০