Headline
UPDATE

'বিচারহীনতার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা'

3 months ago জাতীয় সারাদেশ
'বিচারহীনতার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা' 'বিচারহীনতার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা'
বিচার না হওয়ার কারণে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বাড়ছে; অভিযোগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের।

 

মঙ্গলবার বিকেলে, জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর ও ফরিদপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে করা সমাবেশ থেকে এমন ঘটনার বিচার দাবি করেন তারা। 

 

এসময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্নকারীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার এসব মৌলবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখতে ব্যর্থ হলে, আগামী নির্বাচনে সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হবে। 

 

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হিউবার্ট গোমেজসহ অন্যান্য সদস্যরা।

 

এদিকে, মঙ্গলবার ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে দিনভর দেশের কয়েকটি জেলায়  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। 

 

গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিবার। মানববন্ধনে বক্তারা, বিদ্বেষ ছড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

 

হামলার প্রতিবাদে, দিনাজপুর ও গাইবান্ধায়ও মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান বক্তারা।

 

জাতীয় | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০