Headline
UPDATE

'সমাবেশ দাবি আদায়ের টার্নিং পয়েন্ট'

3 months ago জাতীয় রাজনীতি স্পেশাল
'সমাবেশ দাবি আদায়ের টার্নিং পয়েন্ট' 'সমাবেশ দাবি আদায়ের টার্নিং পয়েন্ট'
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করে আস্থা ফিরে পেয়েছে বলছেন দলের শীর্ষ নেতারা।

 

এর আগের আন্দোলনে পেট্রোল বোমা হামলায় দলের ভাবমূর্তির সংকটে পড়ে বিএনপি সেখান থেকে উত্তরণ ঘটেছে বলে মনে করেন দলটির নেতারা। তারা বলছেন, মানুষের এই সমর্থনকে পুঁজি করেই সহায়ক সরকারের দাবি আদায় সম্ভব।

 

অন্যদিকে, রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, সরকারের অনেক সমস্যার কথা তুলে ধরলেও সমাধানের কথা বলেননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

 

১৮ মাস পর ৭ই নভেম্বর উপলক্ষ্যে রাজধানীতে বিএনপির সমাবেশে আগামী নির্বাচন নিয়েই বেশি সরব ছিলেন বিএনপি চেয়ারপার্সন। সমাবেশকে সফল দাবি করে নেতারা বলছেন, দলীয় প্রধানের বক্তব্য নেতকার্মীদের মাঝে প্রাণসঞ্চার করেছে। যা দাবি আদায়ের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে বলে  মনে করেন দলটির নেতারা।

 

আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়ার বক্তব্য ইতিবাচক। তবে, সমঝোতার জন্য সদিচ্ছার দিকেও জোর দিলেন তারা।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, শুধু জনসভা নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন খালেদা জিয়া। নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন দল সমঝোতায় আসবে বলেও মনে করেন বিএনপি নেতারা।

জাতীয় | রাজনীতি | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০