Headline
UPDATE

আসেমে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার তাগিদ

3 months ago জাতীয় স্পেশাল
আসেমে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার তাগিদ আসেমে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার তাগিদ
আসছে আসেম সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ নেয়ার তাগিদ দিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

 

 

১৯শে নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীসহ চীন, জাপান এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর। ঢাকায় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পর তারা যাবেন নেইপিদোতে এশিয়া ইউরোপ মিটিং-এ। এই সফর এবং আসেমকে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি পথ হিসেবে দেখছেন আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা। যদিও এখন পর্যন্ত সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি এজেন্ডাভুক্ত নয়।

 

এই সমস্যা বাংলাদেশ এবং মিয়ানমারের নয় বরং এই গণহত্যা এবং এথনিং ক্লিনজিং-এর নামে মিয়ানমার যা করছে তা বিশ্ব সমস্যা, এটি সবাইকে বোঝানোই এখন বড় কূটনৈতিক পদক্ষেপ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ।

 

কোন মতেই আন্তর্জাতিক সম্প্রদায় যেন রোহিঙ্গা ইস্যুটিকে কম গুরত্বের খাতায় না ফেলে তার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন সাবেক কূটনীতিক মুনশী ফয়েজ।

 

তারা বলছেন, রোহিঙ্গা সমস্যাটিকে অব্যাহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে হবে, তা না হলে সমাধান আসবে না। এছাড়া, রোহিঙ্গাদের সংকট সমাধানে যে অর্থের প্রয়োজন তা যোগাড়েও এসব দেশগুলোকে চাপে রাখার কূটনৈতিক কৌশল নেয়ার পরামর্শও দেন তারা।

জাতীয় | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০