Headline
UPDATE

কিছুদিনের মধ্যেই বাজারে আসবে শীতের সবজি

3 months ago কৃষি স্পেশাল সারাদেশ
কিছুদিনের মধ্যেই বাজারে আসবে শীতের সবজি কিছুদিনের মধ্যেই বাজারে আসবে শীতের সবজি
আর ক'দিন পরেই বাজারে আসবে নানা ধরণের মৌসুমি সবজি।

 

সাম্প্রতিক বৃষ্টিতে আগাম সবজির ক্ষতি পুষিয়ে নিতে তাই শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষকেরা। আগাম প্রায় সাড়ে তিনশ হেক্টর জমিতে চাষাবাদের অধিকাংশই ক্ষতি হয়েছে। শীতকালীন মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে চায় এখানকার চাষিরা।

 

শীতের আমেজের সাথে সাথেই বাজারে আসবে নরসিংদীর সবজি। যা জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হয়ে থাকে দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও। লাউ, সীম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটিসহ প্রায় সব ধরণের সবজি চাষাবাদ হয় এখানে। আর শীতকালের বাজারে নতুন সবজি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে চারা রোপন ও মাঠ পরিচর্যায় ব্যস্ত এখানকার কৃষকরা।

 

সম্প্রতি বৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষতি হলেও আপাতত আবহাওয়া অনুকূলে রয়েছে। এমন পরিস্থিতি বহাল থাকলে আগামী কয়েকদিনেই মাঠে আসবে শীতকালীন সবজি। এতে করে আগাম চাষ করা ফসলের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। 

 

কৃষি বিভাগ বলছে, আগাম সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও বৃষ্টির কারণে কিছুটা পিছিয়ে আছে কৃষকেরা। মৌসুমি সবজির বাজার দর নিশ্চিতে কৃষি বিভাগের যথেষ্ট নজরদারী রয়েছে বলে দাবি তাদের।

 

চলতি মৌসুমে নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রায় আট হাজার পাঁচশ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে মৌসুমি সবজি।

কৃষি | স্পেশাল | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০