DBC News
২৫ সেপ্টেম্বর শুরু ফুটবল দলের ক্যাম্প

২৫ সেপ্টেম্বর শুরু ফুটবল দলের ক্যাম্প

দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছে জাতীয় দলের ফুটবলাররা। কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর অনুশীলন শুরু করবে জেমি ডে শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর আগে বিদেশি দলের সাথে দেশের মাটিতেই অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির।

বুধবার সন্ধ্যায় তাজিকিস্তান থেকে দেশে ফিরেই ছুটিতে গেছেন জাতীয় দলের ফুটবলাররা।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলে জামাল মামুনুলরা যখন বিশ্রামে, তখন বসে নেই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। পরের ম্যাচগুলোত ভাল করতে করণীয় বিষয় নিয়ে জরুরী বৈঠক তাদের।

আফগানিস্তানের বিপক্ষে দলের পারফরমেন্সে সন্তুস্ট। তবে পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশা বাফুফে কর্তারা।

আগামী ১০ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে ঢাকায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা। তার আগে দুটি বিদেশি দলের সাথে প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে পৌছেছে কমিটি।

দীর্ঘ দিনের ক্যাম্পে মানুষিক চাপ বাড়তে পারে। তাই লম্বা ক্যাম্পের প্রয়োজন মনে করছেন না কোচ জেমি ডে।

আপাতত স্কোয়াডে কোন পরিবর্তনের পক্ষে নন জেমি ডে। ১০ অক্টোবর ঢাকায় কাতার এবং ১৫ অক্টোবর কোলকাতায় ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজের ছেলেরা।