DBC News
খুলনায় ময়ূর নদীতে উচ্ছেদ অভিযান

খুলনায় ময়ূর নদীতে উচ্ছেদ অভিযান

আজও খুলনার ময়ুরনদীর অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।

সকাল আটটায় শুরু হওয়া এই অভিযান চলে বেলা ৩টা পর্যন্ত। গত ৯ দিনে ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বহুতল ভবন হওয়ায় চারটি স্থাপনায় আজও উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খুলনা নগরীতে জলাবদ্ধতার ভোগান্তি কমাতে ময়ূরসহ তিনটি নদী ও ২৬টি খালে যৌথ জরিপ শেষে, ৪৬০ জন দখলদার এবং ৩৮২টি স্থাপনার তালিকা করা হয়।