DBC News
'ঢাবি'তে ৩৪ শিক্ষার্থীর ভর্তিতে অনিয়ম হয়নি'

'ঢাবি'তে ৩৪ শিক্ষার্থীর ভর্তিতে অনিয়ম হয়নি'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় ছাত্র সংসদের ৮ সদস্যসহ ৩৪ শিক্ষার্থীর ভর্তিতে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ।মঙ্গলবার বিকেলে, বিশ্ববিদ্যলয়ের বাণিজ্য অনুষদের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আর্থিক অস্বচ্ছলতা, শারীরিক সমস্যাসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার্ড গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের অনেকে বাণিজ্য অনুষদের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানস কমিটির আলোচনার মাধ্যমে তাদের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি করা হয়। ভর্তির এমন প্রক্রিয়া দেড় বছর আগে অনুষদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত হয় বলে জানান বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক রুবাইতুল ইসলাম।