DBC News
স্কুলের দিনের কথা ভাবলে আজও আতঙ্কিত হয়ে পড়েন কোহলি

স্কুলের দিনের কথা ভাবলে আজও আতঙ্কিত হয়ে পড়েন কোহলি

এক লম্বা পথ পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু স্কুলের দিনের কথা ভাবলে আজও আতঙ্কিত হয়ে পড়েন বিরাট কোহলি।

বিশ্বের তাবড় সব বো‌লারদের নিয়মিত আন্তর্জাতিক আঙিনায় সামলান তিনি। সেই পরীক্ষায় দারুণ সফল বিরাট কোহলি। কিন্তু এহেন দুঁদে ব্যাটসম্যানটি স্কুলে পড়ার সময় অঙ্কের কাছে নাস্তানাবুদ হয়ে যেতেন। হৃষ্টপুষ্ট অনূর্ধ্ব ১৯ খেলোয়াড় থেকে আজকের দুরন্ত ফিট ও বিশ্বসেরা বিরাট কোহলি এক লম্বা পথ পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু স্কুলের দিনের কথা ভাবলে আজও তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

তাঁর মতে, ক্রিকেটেও তিনি এত কড়া অনুশীলন করেননি, যা দশম শ্রেণিতে পড়ার সময় অঙ্কের প্রস্তুতিতে করেছিলেন। এক ক্রীড়া বিষয়ক ওয়েব শো ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেনসিঙ্গার'-এ তিনি বলেন, ‘‘অঙ্কে আমরা পরীক্ষা দেওয়ার সময় ১০০-তে সবথেকে বেশি নম্বর তোলার কথা ভাবি, তাই তো? আমি পেয়েছিলাম ৩। আমি এমনই পণ্ডিত ছিলাম। আমি বুঝতে পারি ন‌া, কেন কেউ অঙ্ক শিখতে চায়।''

বিরাট বলেন, ‘‘আমি বুঝি না এর পিছনে কী জটিলতা রয়েছে। আমি কখনও ওই ফর্মুলাগুলি জীবনে প্রয়োগ করিনি।''

তিনি আরও বলেন, ‘‘আমি কেবল আমার দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম। কেননা এটা রাজ্য স্তরের পরীক্ষা। এবং এর পরে আপনি বেছে নেওয়ার সুযোগ পাবেন যে, আর অঙ্ক নিয়ে পড়বেন কি না। আমি আপনাকে বলছি, ক্রিকেটে কখনও এত খাটিনি যতটা ওই পরীক্ষায় পাশ করার জন্য খেটেছিলাম।''

ওই সাক্ষাৎকারে কোহলি এও জানিয়ে দেন, তিনি স্কুলে সবচেয়ে বুদ্ধিমানদের মধ্যে পড়তেন না। তবে দ্রুত শিখে নিতে পারতেন।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

ধোনির বাড়িতে লোডশেডিং! ধনি পত্নীর টুইট ভাইরাল

সম্প্রতি কয়েক মিনিটেই ভাইরাল হয় এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির করা একটা টুইট বার্তা। রাঁচির বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা তুলে ধরেন তিনি তার টুইটে। বিদ্যুৎ সমস্যায় জ...

'ট্রাইনেশন টি টোয়েন্টি সিরিজে আফগান-জিম্বাবুয়ে নিয়মরক্ষার ম্যাচ'

ট্রাইনেশন টি টোয়েন্টি সিরিজে একদিন বিরতীর পর আজ  শুক্রবার, নিয়মরক্ষার ম্যাচ। ফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানের মুখোমুখি হবে আসর থেকে ছিটকে যাওয়া জিম্বাবুয়ে।...

প্রযোজকদের যৌন নির্যাতনের শিকার মেগান ফক্স

যৌন নির্যাতনের শিকার হয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েছিলেন ট্রান্সফরমার তারকা মেগান ফক্স । ক্যারিয়ারের শুরুতে প্রায় সকল প্রভাবশালী প্রযোজকের যৌন লিপ্সার শিকার হয়ে সত্য...

জনপ্রিয় পর্ন তারকা জেসিকার আত্মহত্যা

জনপ্রিয় পর্ন তারকা জেসিকা জেমস আত্মহত্যা করেছেন। লস এঞ্জেলেসের নিজ ঘর থেকেই জেসিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪০ বছর বয়স্ক জনপ্রিয় এ পর্ন তারকা কেন আত্মহ...