DBC News
ইউএস ওপেনের ফাইনালে সেরেনা ও আন্দ্রেসকু

ইউএস ওপেনের ফাইনালে সেরেনা ও আন্দ্রেসকু

ইউএস ওপেনের ফাইনালে মার্কিন টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস ও কানাডার বিয়ানকা আন্দ্রেসকু। সেমিফাইনালে সেরেনা হারান এলিনা সভিতোলিনাকে, আর বিয়ানকার কাছে হারেন বেলিন্ডা বেনেচিচ।

এলিনা সভিতোলিনাকে হারিয়ে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের খুব কাছে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ফ্লাশিং মিডোজে সেরেনার ফর্মের কাছে বিধ্বস্ত ইউক্রেনের ৫ম বাছাই এলিনা সভিতোলিনা। প্রথম সেট সেরেনা  জিতে নেন ৬-৩ গেম। ৬-১ গেমে ২য় সেট জিতে ক্যারিয়ারে তেত্রিশতম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে সেরেনা।

গেলবারও শিরোপার খুব কাছে পৌছালেও নাওমি ওসাকার কাছে হেরে রানারআপ হয়েই ফিরতে হয় সেরেনাকে।মা হওয়ার পর ইউএস ওপেন ছাড়াও উইম্বলডনের ফাইনালে দুবার খেললেও শিরোপা জিততে পারেননি। ঘরের মাঠে শেষ ২০১৪ সালে গ্রান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা। আর সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন মার্কিন কন্যা।

সেরেনার মুখোমুখি হবে মাত্র ১৯ বছর বয়সি কানাডার বিয়ানকা আন্দ্রেসকু। সেমিফাইনালের আরেক ম্যাচে নিজের রেকর্ড গড়া জয় বিয়ানকা আন্দ্রেসকুর। সুইস তারকা বেলিন্ডা বেনেচিচের বিপক্ষে প্রথমত সেট জেতেন ৭-৩ গেমে। ২য় সেটে বিয়ানকার জয় ৭-৫ গেমে।

১৯৯৯ সালে সেরেনার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরে জন্ম বিয়ানকার। ক্যারিয়ারের চার নম্বর গ্র্যান্ডস্ল্যামের ফাইনালেই মুখোমুখি হবেন টেনিসের রেকর্ড কন্যা সেরেনার।