DBC News
দুই সন্তানের মুখে বিষ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

দুই সন্তানের মুখে বিষ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার ঘনিমহেষপুরে দুই সন্তানের মুখে বিষ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। এতে মারা যায় নুরুজ্জামাল নামে দেড় বছর বয়সের শিশু সন্তান। মুমূর্ষ অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গৃহবধু নুরবানু ও আরেক সন্তান সাম্মি আকতারকে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে শ্বাশুড়ির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে, স্বামী সেলিম কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই গৃহবধু তার ছোট ছেলে ও বড় মেয়ের মুখে বিষ দিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করে। এতে, ছোট ছেলে নুরুজ্জামাল বাড়িতেই মারা যায়। পরে, স্থানীয়রা বেলা ১২টার দিকে মুমুর্ষ অবস্থায় নুরবানু ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। এই দুইজনের মধ্যে সাম্মির অবস্থা আশংকাজনক।

তবে, ওই গৃহবধুর স্বামী সেলিম হোসেনের দাবি বসতবাড়ি নিয়ে তার চাচার সঙ্গে বিরোধের জেরে তার স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।