DBC News
ক্যালিফোর্নিয়ায় ঘুড়ি উৎসব

ক্যালিফোর্নিয়ায় ঘুড়ি উৎসব

আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ঘুড়ি। বাংলাদেশের ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি ধরে রাখতে ক্যালিফোর্নিয়ায় প্রবাসীরাও সেই আয়োজন থেকে নিজেদের এবং নতুন প্রজন্মকে বঞ্চিত করতে চান না। তাই, প্রতি বছর এখানে আয়োজন করেন ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের লংবিচ সিটিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 'কাইট ফেস্টিভ্যাল'। গত ছয় বছর ধরে এই আয়োজন করে আসছেন লংবিচ সিটির বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। আয়োজনটি এরইমধ্যে পশ্চিম উপকূলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর আবহমান বাংলার চিরাচরিত এই ঐতিহ্যের টানে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা।

নির্ধারিত দিন দুপুর থেকেই সাগরতীরে জড়ো হতে থাকেন ঐতিহ্যপ্রেমী প্রবাসীরা। উৎসব উদ্বোধন করেন লংবিচ সিটি মেয়র রবার্ট গার্সিয়া। তিনি প্রতি বছর এই উৎসবটিতে উপস্থিত থেকে প্রবাসীদের সাথে ঘুড়ি ওড়ানো উপভোগ করেন।

উৎসবকে ঘিরে প্রশান্ত মহাসাগর তীরে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোররা। শিশুরা মেতেছিল রঙিন ঘুড়ি নিয়ে আনন্দ-খেলায়। নতুন প্রজন্মের আমেরিকানদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ঘুড়ি উৎসবে। দেশীয় বিভিন্ন খাবার-দাবার এবং লাইভ কনসার্টের আয়োজন ছিল উৎসবকে ঘিরে।

আরও পড়ুন

ইতালিতে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে আলোচনায় বাংলাদেশি

ইতালির রোমে রাস্তায় দুই হাজার ইউরোসহ একটি মানিব্যাগ কুড়িয়ে পাওয়ার পর, তা মালিককে ফেরত দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি এক যুবক।দেশটির গণমাধ্যম লা রিপাবলিকা মুসান র...

১২ বাংলাদেশিসহ ৩৯ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের ৭টি সবজি ও ফুলের বাগানে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশি নাগরিকসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন বিভ...

৩৪ বছরে আবৃত্তি সংগঠন স্বনন

কাব্য ছন্দের মুগ্ধতা ছড়িয়ে ৩৪ বছরে পা রাখল আবৃত্তি সংগঠন স্বনন। মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন আয়োজনে আবৃত্তি করেন স্...

দেশের প্রথম আদিবাসী তরুণীদের ব্যান্ড 'এফ মাইনর'

পাঁচ তরুণী মিলে গড়ে তুলেছেন দেশের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ব্যান্ড 'এফ মাইনর'। নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন কনসার্টে। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত আলাপচারিত...