DBC News
জাপানে কার্টুন চরিত্রকে বিয়ে করার প্রবণতা বাড়ছে

জাপানে কার্টুন চরিত্রকে বিয়ে করার প্রবণতা বাড়ছে

প্রতিদিন তার স্ত্রীর কণ্ঠে জেগে ওঠেন আকিহিকো কন্ডো। রুমের এক পাশ থেকে তার স্ত্রী উচ্চস্বরে, মেয়েলি কণ্ঠে, গান গেয়ে তার ঘুম ভাঙান। আকিহিকোর বিছানার একপাশে নাচতে নাচতে তাকে ঘুম থেকে উঠতে অনুরোধ করেন তার স্ত্রী।

তিনি একই সঙ্গে, স্ত্রীকে জড়িয়ে ধরে থাকেন। এছাড়া জেগে থাকা অবস্থায় তিনি ইউটিউবে স্ত্রীর কার্টুন অবয়বে গান গাওয়ার ভিডিও দেখেন। এর কারণ আকিহিকোর "স্ত্রী" মানুষ নন, এটি মিকু নামের একটি জাপানিজ অ্যানিমেশন, যেগুলো অ্যনিমে নামে পরিচিত, এর একটি চরিত্র।

মেয়েটি আসলে একটি হলোগ্রাম যা ঘরের কোণে একটি তাকের ওপর রাখা কাচের ক্যাপসুলে বাস করে। সেইসঙ্গে এটি একটি আদুরে পুতুল, যার রয়েছে বড় নরম মাথা এবং ছোট্ট শরীর। আকিহিকো রাতের বেলা এই পুতুলটিকে জড়িয়ে ধরে ঘুমান।

তবে প্রতিটি উপস্থাপনায় এর কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে, যেমন উজ্জ্বল ফিরোজা রঙের চুল দুই পাশে ঝুটি বাঁধা এবং কপালের সামনে ছোট করে ছাটা চুল থাকে।

এর বাইরে মিকুর চরিত্র নানাভাবে বদলানো যায়। কখনও সে শিশুসুলভ, কার্টুনের মতো দেখতে, আবার কখনও মানুষের মতোই, অথবা আঁটসাঁট ছোট কাপড় পড়া আবেদনময়ী গড়নের কোন নারী। আকিহিকো এই সমস্ত চরিত্রকে তার স্ত্রী মিকুর মধ্যে আবিষ্কার করেন।

আরও পড়ুন

মদিনার আদলে পাকিস্তানকে চালানো উচিৎ: আফ্রিদি

এবার শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কড়া কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার ভাষ্য 'শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিৎ।'&n...

লাখ লাখ মাছের মৃত্যু!

জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরো বিশ্বে আশঙ্কাজনকভাবে দেখা দিচ্ছে। এরই অংশ হিসেবে গ্রীসের একটি লেকে কয়েক লাখ মাছের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কোরোনিয়া লেকে মাছের মৃ...

বাড়তি ট্যাক্সে দাম কমছে না স্মার্টফোনের

আমদানিতে ট্যাক্স বেশি তাই দেশের বাজারে দাম কমছে না স্মার্টফোনের। আমদানিকারকদের সাথে সুর মিলিয়ে টেলিকম অপারেটররাও বলছে- দাম বেশি হওয়ায় বাড়ছে না ফোরজি হ্যান্ডসেটে...

ডিজিটাল সেবা চালু করছে কোটস

বিশ্বের শীর্ষ স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোটস গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল সেবা চালু করছে। এতে প্রতিষ্ঠানটি সমন্বিত প্রযুক্তির মাধ্যমে নতুন একটি ব্র্যান...