DBC News
'রোহিঙ্গা বাংলাদেশের একক সমস্যা নয়'

'রোহিঙ্গা বাংলাদেশের একক সমস্যা নয়'

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত না নিলে কঠোর হবে বাংলাদেশ। এমন হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ার দায় মিয়ানমারকেই নিতে হবে বলে জানান তিনি। 

এসময় জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং অন্যান্য সবাইকে বাংলাদেশে না থেকে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। 

এদিকে, বারবার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এনজিওগুলোর অপতৎপরতাকে দায়ী করছেন স্থানীয়রা। দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো।