DBC News
ফলোয়ার বেড়ে যাওয়ায় উচ্ছ্বসিত সানি লিওন

ফলোয়ার বেড়ে যাওয়ায় উচ্ছ্বসিত সানি লিওন

বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণস্টার সানি লিওন বেশ খোস মেজাজে আছেন। দিন দিন তার ভক্তের সংখ্যা বেড়েই চলছে। নীল দুনিয়া ছেড়ে এসে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন সানি লিওন। 

নিজের যোগ্যতায় একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। কিছু আইটেম গানেও পারফর্ম করেছেন। নিজের কাজের ব্যাপারে সব সময় সচেতন সানি লিওন।

শুধু অভিনয়ই করেননি। পাশপাশি সামাজিক কাজেও ততপর সানি লিওন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সানি লিওন। কাজের খবরা-খবর শেয়ার করেন ইন্টাগ্রামে। ভক্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে।

সোশ্যাল মিডিয়ার বন্ধুরাও সানিকে অনেক পছন্দ করেন। এর প্রমাণ মিলিছে সানির ইনস্টাগ্রাম প্রোফাইলে। খুশির খবর হলো ইনস্টাগ্রামে সানি লিওনের বর্তমান ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়ন।

ফলোয়ার বেড়ে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সানি। সেই খুশিতে একটি নতুন ভিডিও করেছেন সানি লিওন। এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ‘আমরা এখন ২৫ মিলিয়নের শক্তিশালি ইনস্টা পরিবার। আমাদের আরও শক্তিশালি হতে হবে। সকলকে আবারও অনেক ভালবাসা।’