DBC News
ভূটানকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ

ভূটানকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভূটানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের দল।

ভারতের কল্যানীতে ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আল আমিন রহমান। তবে এর তিন মিনিট পরেই সমতায় ফেরে ভূটান। ২১ মিনিটে ফের আল মিরাদের গোলে লিড নেয় মোস্তফা আনোয়ার পারভেজের দল। ৩২ মিনিটে আবার সমতায় ফেরে ভূটান।

বিরতির আগে বাংলাদেশের হয়ে তিন নম্বর গোল করেন শুভ সরকার। ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি ভুটান। ৮০ মিনিটে দলের হালি পুরনের সাথে নিজের জোড়া গোল পেয়েছেন আল মিরাদ। আর ইনজুরি টাইমে ইমন ইসলাম বাবুর গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

২৫শে আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।