DBC News
চোট কাটিয়ে অনুশীলনে মেসি

চোট কাটিয়ে অনুশীলনে মেসি

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। স্বস্তির খবর লা লিগায় পরের ম্যাচেই পাওয়া যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে।

প্রাক মৌসুম প্রস্তুতির অনুশীলনে কাফ মাসেলের ইনজুরিতে পড়েছিলেন মেসি। যে কারণে মিস করেছেন লা লিগার প্রথম ম্যাচ। তার শূন্যতায় হার দিয়ে লিগ মৌসুম শুরু করে বার্সেলোনা। স্বস্তির খবর চোট থেকে দ্রুতই সেরে উঠছেন এমএল টেন। অনুশীলনে সতীর্থদের সাথে ঘাম ঝড়িয়েছেন মেসি।

দলের সেরা তারকাকে ফিরে পেয়ে স্বস্তিতে কোচ ও সতীর্থরা। রিয়াল বেতিস ম্যাচেই দেখা যেতে পারে আর্জোন্টাইন ফরোয়ার্ডকে। তবে আন্তর্জাতিক ফুটবলে এখনো ৩ মাসের নিষেধাজ্ঞায় আছেন মেসি।