DBC News
টাইগারদের প্রাথমিক ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শুরু

টাইগারদের প্রাথমিক ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শুরু

আফগানিস্তান টেস্ট আর ট্রাইনেশন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের প্রাথমিক ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন। সকাল সাড়ে আটটায় বিসিবিতে রিপোর্ট করেছে ক্যাম্পে ডাক পাওয়া ৩৫ ক্রিকেটারের ২৪ জন।

ছুটিতে থাকায় ক্যাম্পে যোগ দেননি সাকিব আল হাসান। আর বিয়ের ছুটিতে আছেন সাব্বির রহমান। দু জন বাদে ওয়ানডে অধিনায়ক মাশরাফী সহ জাতীয় দলের বাকি ক্রিকেটাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেনি ইমার্জিং দলের ক্রিকেটাররা।

প্রথম বিফ টেস্টের পর হোয়েছে ফিটনেস ট্রেনিং। আফগানিস্তানের সাথে এক টেস্ট আর তারপর ঘরের মাঠে ট্রাইনেশন টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। এখান থেকেই টেস্ট আর ট-টোয়েন্টির চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।