DBC News
নৌকাডুবে ১জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নৌকাডুবে ১জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

সিরাজগঞ্জে যমুনা নদীতে বিয়ের বরযাত্রী বোঝাই নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

দুপুরে, জেলার কাজীপুরে মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিল। নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছালে নদীর প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এতে, আটজন নিখোঁজ হন। পরে একজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে ।