DBC News
মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার, মোন রাজ্যের একটি গ্রামে ভূমিধসে চাপা পড়েন অনেক মানুষ। এখনও চলছে উদ্ধার অভিযান। তবে, বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। মাটিচাপা পড়াদের মধ্যে আর কারও জীবিত থাকার সম্ভাবনা কম বলে মনে করছেন দমকল বাহিনীর সদস্যরা।

ভূমিধসে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে, স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, বর্ষার মৌসুমে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এক সপ্তাহেই বাড়িঘর হারান প্রায় ৭ হাজার মানুষ।