DBC News
ঈদের তৃতীয় দিনেও ঘরে ফিরছে মানুষ

ঈদের তৃতীয় দিনেও ঘরে ফিরছে মানুষ

ঈদের তৃতীয় দিনেও ঘরে ফিরছে মানুষ। তবে, রাজধানিতে ফেরা মানুষের সংখ্যা কম। ঈদের পঞ্চম দিন থেকে ঢাকায় ফেরা মানুষের ভীড় বাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

ভোরে খুলনাগামী আন্ত:নগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এবং রাজশাহীগামী আন্ত:নগর ধুমকেতু এক্সপ্রেস দেড় থেকে দুই ঘন্টা দেরীতে ছেড়েছে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ২ঘন্টার শিডিউল বিপর্যয়ে ১১টায় ছাড়ে।

এদিকে, ঈশাখান এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসে বড় আকারে শিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।