DBC News
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। জামাত ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় খুশি মুসল্লিরা। 

ঈদের সকাল ঘিরেই ছিলো নানা আয়োজন। হাতে জায়নামাজ, শুভ্র পোশাক। সবার মাঝেই ছিলো অন্যরকম স্নিগ্ধতা। মুখে মুখে তকদির ধ্বনি। সবার গন্তব্য ঈদের জামাত।

রাজধানীতে ঈদের প্রধান জামাত আদায় করতে সকাল থেকে সব বয়সি মানুষ ছুটে আসে জাতীয় ঈদগাহ ময়দানে। পাঁচ স্তরের নিরাপত্তা বেস্টনি ভেদ করে প্রবেশ করতে হয় ঈদের প্রধান জামাতে।

সকাল আটটায় শুরু হয় নামাজ। ঈদুল আযহার এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকতারা। সেইসাথে লাখো মানুষের সাথে এক কাতারে সামিল হন রাজধানীবাসি।

নামাজ পরিচালনা করেন, বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। লাখো হাত এক সাথে তুলে ধরে স্রষ্টার সন্তষ্টি অর্জনের আশায়। তুলে ধরা হয় বর্তমান ডেঙ্গু সংকট সহ গুজবের মত বিষয়গুলো।

এরপরই একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভোলার চেষ্টা। নামাজ শেষে সকলেই ছোটেন ত্যাগের মহিমায় পশু কোরবানির উদ্দেশ্যে।

এদিকে, বাইতুল মোকারম জাতীয় মসজিদেও অনুষ্ঠিত হয় পাঁচটি নামাজের জামাত।