DBC News
‘নরওয়ের হামলা সন্ত্রাসীমূলক’

‘নরওয়ের হামলা সন্ত্রাসীমূলক’

নরওয়ের রাজধানী অসলোতে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে পুলিশ।

শনিবার (১০ই আগস্ট) বিকেলে অসলোর আল নূর ইসলামিক সেন্টারে এক বন্দুকধারী এলাপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এ ঘটনায়, আহত হন ৭৫ বছর বয়সী এক মুসুল্লি। জানা যায়, হেলমেট পরিহিত এক শ্বেতাঙ্গ যুবক দুটি শটগান ও একটি পিস্তল নিয়ে কাচের দেয়াল ভেঙে মসজিদে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে।

হামলাকারী সন্দেহে এরইমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ না করলেও, সে নরওয়ের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, হামলাকারীর ১৭ বছর বয়সী সৎ বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর, হামলাকারীকে হত্যার দায়েও অভিযুক্ত করা হয়।