DBC News
কাশ্মীরে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা

কাশ্মীরে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লোকজনের বড় আকারের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কারফিউ শিথিলের পর শহরটিতে রবিবার বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সরকার।

নিষেধাজ্ঞার পরপরই পুলিশ ওই এলাকার জনগণকে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এসময়, শহরের সব দোকান বন্ধের নির্দেশও দেয়া হয়। এরআগে, কাশ্মীরের জনগণের ঈদ স্বস্তি ও শান্তিপূর্ণ করতে ব্যাংক খোলা রাখাসহ কোরবানির পশু কেনার ব্যবস্থা ও ঈদগাহ ময়দান প্রস্তুত রাখার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে, জম্মু ও কাশ্মীরে আবারও মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছে কাশ্মীরবাসী।