DBC News
ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মারা গেছে তিনজন। অ্যাপোলো হাসপাতালে মারা যাওয়া ঢাবি শিক্ষার্থীর নাম রিফাত হাসান। এছাড়া, ময়মনসিংহ ও নোয়াখালিতে দুই জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

বিকেলে, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী। এর আগে, দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। মৃত্যু হওয়া তরুণের নাম ফরহাদ। আর, ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে আমির হোসেন নামে এক বৃদ্ধের।

এদিকে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে দুই হাজার তিনশ' ৩৪ জন রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে হাসপাতালগুলোতে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া, পঙ্গু হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট।

আরও পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে এক বেলা খাবার নিশ্চিতের লক্ষ্যে 'জাতীয় স্কুল মিল নীতি' অনুমোদন

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়...

ট্রেনে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি ট্রেনের ভেতর থেকে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।   বিস্তারিত আসছে...

ডেঙ্গুতে আজ মারা গেলেন ৬ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আজ (সোমবার) রাজধানীসহ সারাদেশে মারা গেছেন ৬ জন। এরমধ্যে, শুধু ময়মনসিংহেই মারা গেছেন ২ জন। আর ঢাকা, খুলনা...

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬১৫ জন

গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকায় ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৮৫৮ জন রয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অ...