DBC News
'কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ'

'কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ'

ভারতের জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপের মতো তুচ্ছ ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ বলে দাবি করেছে পুলিশ। শনিবার এক টুইট বার্তায় এমনটা জানান শ্রীনগরের উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা।

এতে রাজ্য ভেঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া ওই অঞ্চলে উল্লেখযোগ্য কোন সহিংসতার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে, গতকাল রাজ্যের বিভিন্ন স্থানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে বলে জানানো হয়। এ সময় সংঘর্ষে পুলিশের গুলি চালানোর আওয়াজও পাওয়া যায়। যদিও বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্য বিভাজনের প্রতিবাদে কাশ্মীরে প্রায় দশ হাজার মানুষ বিক্ষোভ করেছে, এমন খবর মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সহিংসতার গুজবে কান না দিতে আহ্বানও জানানো হয়।

এদিকে, আগামী কয়েকদিনের মধ্যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। অন্যদিকে, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।