DBC News
ঈদে রাজধানীর হাসপাতালেই কাটবে ডেঙ্গু আক্রান্ত অনেকের দিন

ঈদে রাজধানীর হাসপাতালেই কাটবে ডেঙ্গু আক্রান্ত অনেকের দিন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮ হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৬ জন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত তিন দিনে রোগী ভর্তির হার সবচেয়ে কম। এদিকে, আর একদিন পর ঈদ হলেও ডেঙ্গু আতঙ্কে হাসপাতালের বেডে বা রাজধানীতেই কাটছে আক্রান্ত অনেকের ঈদ। তাদের সেবা দিতে ডাক্তারসহ সংশ্লিষ্ট সবারই এবার ঈদ কাটবে কর্মব্যস্ততায়।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে পাঁচ হাজারের বেশি। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫৩ জন এবং সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন। সেখানে গিয়ে দেখা গেল ডেঙ্গু টেস্ট করতে আসা মানুষের অপেক্ষা।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সারিবদ্ধভাবে যারা শুয়ে আছেন তাদের স্বজনরা জানেন না ঈদে বাড়ি ফেরা হবে কি না। রোগীদের যারা সেবা দিচ্ছেন সেসব ডাক্তারকেও ঈদে তাদের সেবায় ব্যস্ত সময় কাটাতে হবে। 

সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪৫০ জন। তাদের মধ্যে শিশু আছে ১৭০ জন। তাদের সেবা দিতে প্রফেসর থেকে শুরু করে ইন্টার্ন ডাক্তার সবার ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন আমরা আমাদের বহির্বিভাগও সীমিত আকারে খোলা রাখবো।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ৭ ও ৮ আগস্টের তুলনায় ৯ তারিখ কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি। জ্বর নিয়ে ঢাকার বাইরে না যাওয়ার পরামর্শ তাদের। 

স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, আমার মতে জ্বর অবস্থায় এই দীর্ঘ যানজট ঠেলে রোগীদের জার্নি না করাই ভালো। এতে তারা আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে। এই ঈদটা যদি তারা বিশ্রাম নেয়, তাহলে আমার মনে হয় পরবর্তী ঈদগুলো তারা আরো ভালোভাবে কাটাতে পারবে।

ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা থাকবে। 

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

২৪ ঘণ্টায় ডেঙ্গুর সামগ্রিক চিত্র

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের থেকে কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহমুন সিরাজ নামের একজন মার...

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষ: বেশি মারা যাচ্ছে নারী ও শিশু

ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হলেও, নারী ও শিশুর মৃত্যু হচ্ছে বেশি। আর বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও তরুণরা। রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান...

২৪ ঘণ্টায় ডেঙ্গুর সামগ্রিক চিত্র

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের থেকে কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহমুন সিরাজ নামের একজন মার...

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষ: বেশি মারা যাচ্ছে নারী ও শিশু

ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হলেও, নারী ও শিশুর মৃত্যু হচ্ছে বেশি। আর বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও তরুণরা। রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান...