DBC News
ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী, শিশুসহ ৩ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী, শিশুসহ ৩ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার, ঢাকা, ফরিদপুর ও বরিশালে নারী ও শিশুসহ তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

এর মধ্যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফাত নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গুর কারণেই তার মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে রিফাত ঢাকা মেডিক্যালে ভর্তি হয়। শিশু রিফাতের বাড়ি জামালপুর। তার বাবার নাম খোরশেদ।

এদিকে আজ শুক্রবার, ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, বুধবার (৭ই আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে মজিবর রহমান মোল্লাকে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী হিসেবে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিকেলে, তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে, আজ সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত এক নারী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগস্টের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৭০৭ জন। এর মধ্যে, ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৫ হাজার ৩৮৯ জন।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৯৮ জন ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশু ১৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫৩ জন। আইসিইউতে আছে তিন জন।

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে আশ্রায়ণ প্রকল্প

আশ্রায়ন প্রকল্পে এসেও আশ্রয় মিলছে না নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। প্রমত্তা পদ্মা-মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আশ্রা...

বেহাল সড়কে চরম দুর্ভোগ

খানা-খন্দে ভরা মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়ক। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে দুই উপজেলার মানুষ। প্রায় ৩৪ কিলোমিটার সড়কের অবস্থ...

২৪ ঘণ্টায় ডেঙ্গুর সামগ্রিক চিত্র

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের থেকে কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহমুন সিরাজ নামের একজন মার...

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষ: বেশি মারা যাচ্ছে নারী ও শিশু

ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হলেও, নারী ও শিশুর মৃত্যু হচ্ছে বেশি। আর বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও তরুণরা। রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান...

২৪ ঘণ্টায় ডেঙ্গুর সামগ্রিক চিত্র

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের থেকে কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহমুন সিরাজ নামের একজন মার...

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষ: বেশি মারা যাচ্ছে নারী ও শিশু

ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হলেও, নারী ও শিশুর মৃত্যু হচ্ছে বেশি। আর বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও তরুণরা। রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান...