DBC News
ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী থেকে ছেড়ে যাওয়া ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে অনেকেরই শুরু হয়েছে ঈদের ছুটি। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রাজধানী থেকে সকালে ছেড়ে গেছে চট্টগ্রাম, সিলেট ময়মনসিংহ গামী ট্রেন। এছাড়া দেশের উত্তরাঞ্চলের দিকে যাওয়া ট্রেনগুলোতে শিডিউল বিপর্যয় আছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। সকালে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিনঘন্টা দেরিতে ছেড়েছে ধুমকেতু, নীলসাগর একতা এক্সপ্রেস।

এদিকে, অতিরিক্ত যাত্রীর কারণে টিকিট থাকলেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার অভিযোগ করেছেন যাত্রীরা।

অন্যদিকে, বাস টার্মিনালগুলোতে আছে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছাড়ছে প্রতিটি রুটের বাস। বাড়তি চাপ এবং গরুর হাটের কারণে গাবতলী এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে বেড়েছে ঘরমুখো মানুষের।