DBC News
কোরবানির পশু জবাইয়ের ছুরি, দা তৈরিতে ব্যস্ত কামারপল্লী

কোরবানির পশু জবাইয়ের ছুরি, দা তৈরিতে ব্যস্ত কামারপল্লী

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা।  ব্যস্ততা বেড়েছে চাঁদপুর ও কিশোরগঞ্জের কামারপল্লীগুলোতে। কোরবানির পশু জবাইয়ের ছুরি, দা তৈরিতে ব্যস্ত সময় কাটছে কামারদের। যদিও লোহা ও কয়লার দাম বাড়ার কারণে এই ব্যবসা আগের মত নেই বলে দাবি তাদের। সারা বছর কাজ থাকলেও কোরবানির ঈদের আগে তাদের ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন।

বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন গরু কাটার দা, চাপাতি, ছুরিসহ নানা জিনিস কিনতে। আবার অনেকে আসছেন পুরোনো দা, চাপাতি, বটি, ছুরি ধারালো করতে। ছুরি প্রকার ভেদে ৫শ’ থেকে ১২শ’ টাকা, দা ৩শ’ থেকে ৭শ’ টাকা, বটি প্রকার ভেদে ৩শ’ থেকে ৮শ’ টাকা, চাপাতি ৪শ’ থেকে ১২শ’ টাকা এবং ছোট আকৃতির ছুরি ৫০ থেকে ২শ’ টাকা দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, প্রতিবছরই কোরবানীর ঈদে এসবের দাম বেড়ে যাচ্ছে।

কোরবানির কাজে ব্যবহার করা ধারালো অস্ত্র কেউ যাতে নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গমগমে লাল লোহায় হাতুরি দিয়ে পিটিয়ে আকার ও সান দেয়া হচ্ছে ছুরি চাপাতিতে। দম ফেলার সময় নেই কামারদের। ঈদ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভিড়। বেচা-বিক্রিও হচ্ছে বেশ ভালো।

আরও পড়ুন

ব্যাংকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ

পরিচালন ব্যয় কমিয়ে আনতে আবারো ব্যাংকগুলোকে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এর অংশ হিসেবে জমি কেনা, অফিস ভাড়া, সাজসজ্জা এবং পরিচালনা পর্...

জায়ান্ট কিউ আনারসের চাহিদা দেশজুড়ে

বান্দরবান পাহাড়ের উঁচু নিচু বাগানগুলোতে এখন চাষ হচ্ছে জায়ান্ট কিউ আনারস। এবার আনারসের ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। চাহিদা বেশি থাকায় পাইকাররা বাগানে এসে নিয়ে যাচ...

নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে আশ্রায়ণ প্রকল্প

আশ্রায়ন প্রকল্পে এসেও আশ্রয় মিলছে না নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। প্রমত্তা পদ্মা-মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আশ্রা...

বেহাল সড়কে চরম দুর্ভোগ

খানা-খন্দে ভরা মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়ক। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে দুই উপজেলার মানুষ। প্রায় ৩৪ কিলোমিটার সড়কের অবস্থ...