DBC News
হাকালুকিতে জালের একেক টানে ২০/৩০টা ইলিশ

হাকালুকিতে জালের একেক টানে ২০/৩০টা ইলিশ

মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। প্রতিদিন জাল প্রতি ছোট-বড় ৪০/৫০টি ইলিশ ধরা পড়ছে। অন্যান্যবার, হাওড়ে গোটা কয়েক ইলিশ দেখা গেলেও এ বছর এই পরিমাণ অনেক বেশি।

প্রতি বর্ষায় হাকালুকি হাওরে ছোট মাছ ধরে জেলেরা। ২০১৬ সালে এই হাওরে প্রচুর ইলিশ ধরা পড়েছিল। মাঝখানে কয়েক বছর ধরা পড়ে হাতে গোনা। তিন বছর পর, এবার ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। একজন জেলে বলেন, 'ছোট মাছ ধরি মাঝে মাঝে বড় সাইজের ইলিশ পাই। অমাবশ্যাতে ভালো ইলিশ পাওয়া যায়।'

হাওরে প্রতিদিন অনেকগুলো দল জাল দিয়ে মাছ ধরে। একেকটি টানে ২০/৩০টা পর্যন্ত ইলিশ উঠে আসছে। এরমধ্যে, ২শ’ থেকে ৫শ’ গ্রাম ওজনের ইলিশ রয়েছে। স্থানীয় পাইকাররা জেলেদের কাছ থেকে এই ইলিশ কিনে অন্যান্য জায়গায় সরবরাহ করে।

স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, মেঘনা হয়ে কুশিয়ারা নদী দিয়ে হাকালুকি হাওরে ঢুকেছে ইলিশ। কুলাউড়ার মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, 'বন্যা হয়ে গেলো এবং প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ভাটি থেকে ইলিশ ওপরে উঠে এসেছে কুশিয়ারা হয়ে। যে বছর হাকালুকি হাওরে বেশি ইলিশ পওয়া যায় সে বছর সারাদেশে ইলিশ বেশি পাওয়া যায়।'

দেশের অন্যতম 'মাদার ফিশারিজ' হিসেবে পরিচিত হাকালুকি হাওর। প্রায় ২৫ হাজার ১১৫ হেক্টর আয়তনের হাওরটি ২৭৬টি বিল নিয়ে গঠিত।

আরও পড়ুন

নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে আশ্রায়ণ প্রকল্প

আশ্রায়ন প্রকল্পে এসেও আশ্রয় মিলছে না নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। প্রমত্তা পদ্মা-মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আশ্রা...

বেহাল সড়কে চরম দুর্ভোগ

খানা-খন্দে ভরা মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়ক। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে দুই উপজেলার মানুষ। প্রায় ৩৪ কিলোমিটার সড়কের অবস্থ...

জায়ান্ট কিউ আনারসের চাহিদা দেশজুড়ে

বান্দরবান পাহাড়ের উঁচু নিচু বাগানগুলোতে এখন চাষ হচ্ছে জায়ান্ট কিউ আনারস। এবার আনারসের ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। চাহিদা বেশি থাকায় পাইকাররা বাগানে এসে নিয়ে যাচ...

উৎপাদন বাড়লেই লোকসান বাড়ে!

উন্নয়নের লক্ষ্য অর্জন আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষককে শুধু বাড়তি উৎপাদনেই উৎসাহ দিচ্ছে সরকার। কিন্তু তার উৎপাদিত পণ্যের মজুদ আর বাজারজাতকরণ সক্ষমতা বাড়ানোর ক...